সূচীপত্র

বৃহস্পতিবার, এপ্রিল ১২, ২০১৮

An employee is an instrument.

An employee is an instrument to implement goals of a system,nothing else. So, all the instruments of a country has to be the best performer for the betterment of the country and it's society indeed. এখন যদি মনে করা হয়, কেউ চাকরি পাবেন, বেতন দিয়ে পরিজন নিয়ে শান্তিতে থাকবেন- তাহলে বলতে হবে চাকরির দেওয়ার প্রাথমিক ও প্রধান উদ্দেশ্য এটা নয়। যে কোন রাষ্ট্রীয় সংগঠন কিংবা প্রতিষ্ঠানের কিছু গোল থাকে। সেটা দেশ ও দেশের মানুষের উন্নয়নের জন্য। এখানে চাকরিজীবীর ব্যক্তিগত বা পারিবারিক উন্নয়ন মুখ্য নয় বরং প্রাতিষ্ঠানিক তথা দেশ ও দশের উন্নয়ন মুখ্য। সেকারণে সেই প্রতিষ্ঠান পরিচালনার জন্য সকল ক্ষেত্রে তুলনামূলকভাবে ভাল এবং বাছাইকৃত ইন্সট্রুমেন্ট ব্যবহার করতে হয়। এখানে বিবেচনার সুযোগ রাখা স্বাভাবিক দৃষ্টিতে ঠিক নয়। রাষ্ট্রের উদ্দেশ্য সামগ্রিক উন্নয়ন। তাই এখানে আবেগের বশবর্তী হয়ে তুলনামূলক কম ভাল ইন্সট্রুমেন্ট এর ব্যবহার সামগ্রিক কল্যাণের পরিপন্থি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন