সূচীপত্র

রবিবার, এপ্রিল ২২, ২০১৮

ভাত ও ঝগড়ার কথা

কাল রাতে ঘরে পানি উঠছে ম্যালা।
দোতলার বাসায় বাথরুমের ছাকনি দিয়া
পানি উথলায়া উঠছে বৃষ্টি হওনের টাইমে।
আমার বউ তখন ঘরগুলা ফালায়া থুইয়া
ব্যাংকে গেছে, মুখে মাস্ক বাইন্ধা, রিক্সায়।
চাকরি করতে গেছে টিফিন বক্স নিয়া, সকালে।
আমি তখন ঝগড়া করতেছি, লোকেদের সাথে।
দুইটা ভাতের জন্যে ঝগড়া লাগতে পারে
এই ভাইবা আমি বাসে চইড়া আসছি বাড়িতে।
বাড়ি আইসা পানি সেচছি দারোয়ানের সাথে।
দারোয়ান আমার সাথে ঝগড়া করে কিনা,
দুইটা ভাতের জন্যে ঝগড়া লাগতে পারে ভাইবা
দারোয়ানরে ডারবি সিগেট কিনে দিছি ১০ টা।
২০০ টাকা দিয়া কইছি যে সে খুশি কিনা, কারণ
দুইটা ভাতের পয়সা দিলে খুশি লাগতে পারে
কিংবা না দিলে ঝগড়া লাগতে পারে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন