সূচীপত্র

রবিবার, এপ্রিল ২২, ২০১৮

দাউ ও মুরগীর কবিতা

দাউ ধার দিতেছি বহুদিন।
এই যে দাউ ধার দিতেছি পাটাতে ঘইষা ঘইষা
ধার দিতেছি দাউ বালি আর পানি দিয়া।
দাউ হাতে নিয়া ভাইরে কবানে- ধর ভাই মুরগী
দক্ষিণ দিকে মাথা দিয়া, পাও উত্তর দিকে।
মুরগী একটা জবো করমু, দাউয়ের মাথা পশ্চিম দিকে
ঠেলমু, তার আগে পড়মু- বিসমিল্লাহে আল্লাহু আকবার!
মুরগী জবো করিনা বহুদিন! চিতোই পিঠা মুরগীর ঝোল দিয়া
খাইনা। আমার বাপে, ভাইয়েও খায়না ম্যালাদিন!
এই যে মুরগী জবো করিনা, খাইয়া পিঠা ঝোল দিয়া
আমারে সবাই মুরগী বানাইতে চায়! খাইতে চায় ঝোল দিয়া
চিতোই পিঠা, হালকা শীতে দাওয়ায় বইসা! আহা! কী ফূর্তি!
আমাদের ফূর্তি নাই বহুদিন। আমার ভাইয়ের, বাপেরও!
আমরা তো মুরগী ছিলাম না কোনদিন। যা ছিলাম, আছি তাই।
মুরগীর ঝোল পিঠা দিয়া না খাইলে মুরগীরা ভাবে আমরা মুরগী!
মুরগী হওয়ার আগে দাউয়ে ধার দিতেছি পাটায় ঘইষা।
আমার ভাইরে আমি কইবো- ধর ভাই মুরগী শক্ত কইরা,
বিসমিল্লাহে আল্লাহু আকবার কইয়া মুরগী জবো দেব
নয়ত সবাই আমাগেরে মুরগী বানায়া ফেলাবেনে।
চিতোই পিঠা দিয়া খাবেনে, নরম রইদে, দাওয়ায় পাটি বিছায়া।
২২/০৪/২০১৮, ঢাকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন