সূচীপত্র

সোমবার, এপ্রিল ২৩, ২০১৮

নোংরা পানি

ঘরের মধ্যে পানি আসা শুরু হইছে
পানি আসা শুরু হইছে কাল থেকে
টয়লেটের ছাকনি উথলাইয়া পানি আসতেছে।
আসতেছে তো আসতেছে!
যে পথে নোংরা পানি বাইর হইয়া যাওয়ার কথা
সেই পথ দিয়া বরং নোংরা পানি উল্টা ঘরে ঢুকতেছে।
আমাদের যেন কাজ নাই কোন। ঘর সামলাইতে অফিসে না গিয়া
আমরা যেন মিস্ত্রী খুঁজতেছি খালি। নোংরা পানিগুলা
বাইর কইরা দেওয়ার বদলে কেবল নোংরা পানি ঘরে ঢুকাইতেছি
কিংবা আমরা নোংরা চিনতেছি না যেন
হয়ত আমরা নোংরা হইয়া গেছি! নোংরা হইয়া গেছে
আমাদের মন, মেজাজ, রুচি! আমরা নোংরারে উপরে রাইখা
ভাল পানিরে নোংরার সাথে কেবল মিশাইতেছি! হায়!
আমরা তো নোংরা হইয়া গেছি এবং আমাদের ঘর; জগতও!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন