সূচীপত্র

শুক্রবার, এপ্রিল ২০, ২০১৮

মন ভাল নাই

ওইযে কইছিলাম, মন ভাল নাই
মন তো নাই ভাল বহুদিন রে, ভাই।
আমার মন মাটি দিয়া বানাইছিল আল্লাহ
আমি তো রে মাটির মানুষ, মন আমার মাঝি, মাল্লা।
মাটিতেই শুয়ে থাকি, বসি, খাড়াই, মাটি আমার প্রাণ 
খরার ভিতর বৃষ্টি নামলে শুকি মাটির ঘ্রান।
মাটিরে কই- মাটি, আমারে তুমি নিবা কবে ভাই?
মাটি কয়- নিব, নিব। এখনও তো সময় হয় নাই।
আমি কই- দ্যাও গো তুমি এই পরাণে একটুখানি আছান।
মাটি কয়- বস, বস। গাও একখান পলিমাটির গান।
আমি কই- গাই, গাই।
এই গান ছাড়া আমার তো রে আর কিছু নাই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন