সূচীপত্র

সোমবার, এপ্রিল ১৬, ২০১৮

প্রগতিশীলের পরিবর্তন

আমাদের এক সিনিয়র ভাই আমাদের এখেনে 'প্রগতিশীল' বলতে যেমন বোঝায় ঠিক সেরকম ছিলেন। তাঁর এই 'প্রগতিশীল' চিন্তা চেতনা আমাকে খুব আন্দোলিত করত। আমিও 'প্রগতিশীল' হইতে চাইতাম। অনেকদিন প্র্যাকটিসও করছিলাম। পরে এই 'প্রগতিশীল' চিন্তা ভাবনা থেকে সরে আসছি। কেন সরে আসছি সেটা আরেকদিন বলব। তবে এই সরে আসাতে যে আমি অপ্রগতিশীল হয়ে পড়ছি তাও কিন্তু নয়। কারণ ঘাইটা ঘুইটা দেখলাম এই 'প্রগতিশীলতা' আর আমি যে প্রগতিশীলতা চিন্তা করছি- এর মধ্যে ফারাক অনেক। যাহোক, এটা আমার ব্যক্তিগত পাঠ, চিন্তা কিংবা চেতনা। আপনেরা কেউ মনে কষ্ট নিয়েন না। তো হইছে কী, যে ভাইয়ের কথা বলছিলাম সেই ভাই লেখাপড়া শেষ করে আমেরিকা গেলেন। কিছুদিন পর দেশে এসে বিয়ে করলেন। বউকে নিয়েও গেলেন। দেখলাম তখনও তাঁর চিন্তাভাবনা একই রকম আছে। তার অনেকদিন বাদে ভাই আসলেন। দেখলাম তাঁর খুব সুন্দর আর নূরানী চেহারার একটা সুন্দর মেয়ে আছে। বয়স পাঁচ ছয় হবে। ভাবী আর মেয়ের মাথায় হিজাব। ভাইও পাঁচ ওয়াক্ত নামায পড়েন। বললাম- ভাই আপনার পরিবর্তন দেখে ভাল লাগছে। আপনার উশকু খুশকু চুল, উদভ্রান্ত মার্কা চেহারা আর নাই। মুখাবয়বে শান্তি আর তৃপ্তির ছাপ!
ভাই বললেন- আর কত! মেয়ে বড় হইতেছে। এখন ওসব মানায় না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন