সূচীপত্র

বুধবার, মে ১৬, ২০১৮

চলো আমরা ফিরে যাই

চলো আমরা ফিরে যাই
পুকুরের উত্তর পাশে জটাঅলা বটগাছে।
গাছের নিচ দিয়ে পথ চলে গেছে মানুষের হাটে।
চলো আমরা গাছে উঠি। ভূত হয়ে ফিরে যাই
কালো সন্ধ্যায়। ঘাড় মটকাই হাটফেরত মানুষের
যেইখানে কাঁচা মাছ নিয়ে আসে তারা ধামার ভেতর।
চলো আমরা মাছ খাই। কাঁচা মাছ। মলা, পুঁটি কিংবা চিতল মাছ!
কাঁচা খেয়ে ফেলি চলো মাছ কিংবা মানুষ কিংবা ঘাড় মটকাই চলো।
মানুষ হয়ে মানুষ খাওয়ার চেয়ে ভূত হয়ে মানুষ খাওয়া ঢের ভাল।
আমরা বরং উড়ে যাই ফিলিস্তিন, সিরিয়া কিংবা ধারে কাছে- মিয়ানমার!
ওখানে মানুষ মরবার আগে আমরা বরং ধরে ধরে তাজা খেয়ে ফেলি, চলো।
আমরা তো ভূত! আমাদের মায়া নাই। কেবল মায়া আমাদের ভূতেদের জন্য!
আমরা ভূতেরা ভূতেরা সভা করি, চলো। ভূতের বিশ্বে মানুষের কী দরকার?
আমরা বরং বেছে বেছে পৃথিবীর সব মানুষ খেয়ে নেই পেটভরে, কী বলো?
ভূতেদের বাদে, আমরা খাবো সব মানুষ কিংবা কুঁজো বানাতে ঘাড় মটকাবো।
কুঁজোদের বরং খাবো না আর। আমরা বানাবো দাস, কুঁজোদের। পা চাটাবো!
কুঁজোরা পা চাটলে আরামে ঘুম পাবে আমাদের। আমরা কিছুদিন ঘুমিয়ে নেব।
তারপর আবার মানুষ খাব, ঘাড় মটকাবো। কুঁজো বানাবো। পা চাটাবো।
মানুষ রাখব না আর। ভূতেদের পৃথিবীতে মানুষ থাকার কী দরকার?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন