সূচীপত্র

সোমবার, জুন ১০, ২০১৯

গানের মধ্যে সবসময় মহাকাব্যিক ভাব, গুরুগম্ভীর দর্শণ থাকতে হবে, সুর ফাটা বাঁশের মতো ফটফটা হইলেও সমস্যা নাই- এই রকম ধ্যান ধারণা নিয়াও অল্প কিছু লোক আছে।

গানের মধ্যে সবসময় মহাকাব্যিক ভাব, গুরুগম্ভীর দর্শণ থাকতে হবে, সুর ফাটা বাঁশের মতো ফটফটা হইলেও সমস্যা নাই- এই রকম ধ্যান ধারণা নিয়াও অল্প কিছু লোক আছে।
এদের কথামতো তো শিল্পীরা গান গাবে না। নাকি গাবে?
গানের প্রধান অনুষঙ্গ হলো সুর। কথা হালকা হলেও সমস্যা নাই। সুর আর গায়কের সুন্দর, সুরেলা কন্ঠ অতি সাধারণ কথাকেও অসম্ভব সুন্দর সঙ্গীতে পরিণত করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন