সূচীপত্র

শুক্রবার, জুন ২৮, ২০১৯

ফেসবুকে মদের ফটো দিলে কি স্ট্যাটাস বাড়ে?

ফেসবুকে মদের ফটো দিলে কি স্ট্যাটাস বাড়ে?
নিচু জাত থেকে উঁচু জাত হওয়া যায়?
মানুষের উঁচু-নিচু জাত তো বোলে আর্থিক সামর্থ্য দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে মদের ছবির এখানে কাজটা কী?
মদের ফটো আপলোড দিয়া বোঝাইতে চান যে তিনি অর্থনৈতিকভাবে ব্যাপক সামর্থ্যবান হইছেন, এর প্রভাবে ব্যাপকহারে সংস্কৃতিবান হইয়া উঠছেন?
তো, মদের ফটো দিলে সংস্কৃতিবান হওয়া যায়?
আমি অবশ্য এমন সব লোককেও দেখছি, জাতে উঠতে গিয়া মদ খাওয়া শিখছে, সেই অনুপাতে অর্থনৈতিক সামর্থ্য অর্জন করে নাই। ফলশ্রুতিতে ঘরে বাজার নেওয়ার সামর্থ্যটুকুও হারাইছে, সংসার সামলানো দায়। এখন তারা কেবল মদই খায়, জাতে উঠার বিন্দুমাত্র আগ্রহ আর নাই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন