সূচীপত্র

সোমবার, জুলাই ২৪, ২০২৩

নিরীহ হরিণ ও অদ্ভুত অর্কেস্ট্রা

 এখন একটা চাঁদ ওঠা দরকার।

চাঁদের আলোতে একটা নিরীহ, নিরব হরিণ ছুটে ছুটে বেড়াবে
কিংবা কচি কচি ঘাস খেতে খেতে
এগিয়ে যাবে একটা শ্যাওলামুক্ত জলাধারের পাশে
আস্তে!
চাঁদের আলোয় হরিণ দেখবে তার মুখ কিংবা একটা চাঁদ
স্বচ্ছ আর নিরব জলের ভেতর চকচকে চাঁদ
কিংবা হরিণ! নিরীহ!
ভেসে ভেসে বেড়াবে জলের আয়নার ভেতর
নিরবে!
কী নরম বাতাস!
এখন একটা সুর বাজানো দরকার।
দূরগাঁওয়ের ঘন গম ক্ষেতের আড়ালের শিয়াল
কিংবা গাঁওয়ের বাড়িতে নিঃসঙ্গ কুকুরের মিহি আর্তনাদ শেষে
একটা সুর বাজানো দরকার।
করুণ?
রঙিন দিগন্ত বেয়ে নেমে আসার পর,
গাঁঢ় গমক্ষেতের আইল ধরে দুলতে দুলতে আসবে
একদল অদ্ভুত অর্কেস্ট্রা!
কী রঙিন আলখেল্লা!
বাঁশি, ভায়োলিন কিংবা চেলোর সমস্বর!
নিরীহ, নরম সুর!
করুণ স্ট্রিংস!
আহা! কী নরম বাতাস!
পেট ভরা তৃপ্ত বাঘেদের ঘুমিয়ে যাবার পর
একটা গান গাওয়াও দরকার!
করুণ?

১৬ জুলাই ২০২৩
ধানমন্ডি, ঢাকা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন