সূচীপত্র

বুধবার, অক্টোবর ৩০, ২০১৯

আল্লাহ সকলকে ভাল রাখুন।

যাই হোক, আসার সময় আধ কেজি গুতুম মাছ, এক কেজি ভ্যাদা মাছ, দশটা কই মাছ কিনছি।
এক মুঠা কচুর ডাইগা, ছয়টা কাগজি লেবু, এক পোয়া কাঁচা মরিচ, এক কেজি চিকন বেগুনও কিনছি।
বের হওয়ার মুখে ওষুধের দোকানে একটা ওষুধ কিনতে গিয়া দেখি তাঁরা অফার দেয়- এক হাজার টাকার ওষুধ কিনলে মেম্বারশিপ কার্ড পাবেন। এই কার্ড থাকলে ওষুধের ফ্রি হোম ডেলিভারি পাবেন। বিনামূল্যে প্রেশার, ব্লাড স্যুগার মাপতে পারবেন।
আমি বললাম, ভাই, দোয়া কইরেন। এসবের যেন দরকার না হয়। আল্লাহ যেন সর্বদা ভাল রাখেন। আমিন।
ভাবতেছিলাম, আলু, পিঁয়াজ, চিকন বেগুন দিয়া গুতুম মাছের পোড়া পোড়া ভাল স্বাদ হবে। মাছের মাথা দিয়া কচুর ডাইগা ঘোটা-ও মন্দ হবে না। ভ্যাদা মাছের ঝোল ইদানিং খুব স্বাদ লাগতেছে। আলহামদুলিল্লাহ!
ভ্যাদা মাছ মানে রয়না মাছ কিংবা মেনি মাছ। আই লাইক ইট ভেরি মাচ।
আল্লাহ সকলকে ভাল রাখুন। শান্তিতে রাখুন। আনন্দে রাখুন। আমিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন